‘৩১ মের মধ্যে সচিবালয় দোসরমুক্ত করতে হবে’
জুলাই ঐক্যের সংগঠক ও দৈনিক জনকণ্ঠের জ্যেষ্ঠ প্রতিবেদক ইসরাফিল ফরাজী বলেছেন, জুলাই যোদ্ধারা এখনও মাঠে আছে, ৩১ মে’র মধ্যে সচিবালয় দোসরমুক্ত করতে হবে।
জুলাই ঐক্যের সংগঠক ইসরাফিল ফরাজী বলেন, ‘গত দুদিন যাবৎ রাত পোহালেই শুরু হয় গুজব, প্রধান উপদেষ্টা নাকি পদত্যাগ করছেন। জুলাই যোদ্ধারা মাঠে আছে, এখনো কেউ ঘরে ফিরে যায় নাই।’ তিনি বলেন, ‘যতক্ষণ পর্যন্ত জুলাই যোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিত না হবে, ততক্ষণ পর্যন্ত জুলাই যোদ্ধারা ঘরে ফিরে যাবে না। যারা নির্বাচন নির্বাচন করছেন, যারা ক্ষমতার দাপট দেখাচ্ছেন, এই দাপট থাকবে না। শেখ হাসিনাকে দেখেছেন ১৫ বছর কী করেছে, টিকতে পারে নাই। আপনারা নয় মাস কীভাবে টিকবেন? এত সহজ না।’ ‘গত ২০ তারিখ আলটিমেটাম দিয়েছিলাম’ উল্লেখ করে ফরাজী বলেন, ‘৩১ মে তারিখটা আবার স্মরণ করিয়ে দিচ্ছি, আগামী ৩১ মে’র মধ্যে যদি দোসরমুক্ত সচিবালয় না করা হয়, তাহলে জুলাই ঐক্যের মাধ্যমে পুরো সচিবালয়ে কর্মসূচি দেওয়া হবে।’ তিনি বলেন, ‘আমরা স্পষ্ট করে বলতে চাই, অতি দ্রুত জুলাই ঘোষণাপত্র দিন।'
৩১ মের মধ্যে সচিবালয় দোসরমুক্ত করতে হবে: জুলাই ঐক্য
জুলাই ঐক্যের সংগঠক ও দৈনিক জনকণ্ঠের জ্যেষ্ঠ প্রতিবেদক ইসরাফিল ফরাজী বলেছেন, জুলাই যোদ্ধারা এখনও মাঠে আছে, ৩১ মে’র মধ্যে সচিবালয় দোসরমুক্ত করতে হবে।