গণঅভ্যুত্থানে গুলিবিদ্ধ হয়ে শ্রমিকের মৃত্যু, নওফেলসহ ২৫ জনের নামে মামলা
চট্টগ্রামে ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলেনে গুলিবিদ্ধ হয়ে মো. ইউসুফ (৩৫) নামে এক শ্রমিকের মৃত্যুর ঘটনায় সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলসহ ২৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এছাড়া আরও অজ্ঞাতনামা ২০০-৩০০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।