নামছে বন্যার পানি, ভেসে উঠছে ক্ষতচিহ্ন
ফেনীর বন্যা পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে। ফুলগাজী ও পরশুরাম উপজেলার বেশির ভাগ এলাকায় বন্যার পানি নামতে শুরু করেছে। যদিও ফেনী সদর, ছাগলনাইয়া ও দাগনভূঞা উপজেলার কিছু অংশের মানুষ এখনো পানিবন্দি। পানি নামার সঙ্গে ভেসে উঠেছে ভয়াল ক্ষতচিহ্ন। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই-আজম বলেছেন, ফেনীতে বন্যা নিয়ন্ত্রণে বাঁধ নির্মাণের প্রকল্পটি সেনাবাহিনীকে দিয়ে বাস্তবায়নের কথা ভাবছে সরকার।