মুক্তির সময় হামাস যোদ্ধার কপালে ইসরাইলি বন্দির চুমু
গাজায় যুদ্ধবিরতি চুক্তির আওতায় আরও চার জিম্মিকে মুক্তি দিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস।
গাজায় যুদ্ধবিরতির চুক্তির আওতায় ৪ জিম্মিকে সম্প্রতি মুক্তি দিয়েছে হামাস। শনিবার বিকেলে রেড ক্রসের মাধ্যমে তাদেরকে হস্তান্তর করা হয় ইসরাইলি সেনাবাহিনীর কাছে। নুসিরাতের হস্তান্তরের স্থানে তাদের মঞ্চে উপস্থিত হয়ে হাসতে দেখা গেছে। এ সময় জিম্মিদের একজন তার পাশে দাঁড়িয়ে থাকা হামাস যোদ্ধার কপালে চুমু খেয়েছেন। ইসরাইলের সামরিক বাহিনী বন্দিদের গ্রহণ করে এর সত্যতা নিশ্চিত করেছে। বলেছে তাদেরকে হাসপাতালে নেওয়া হবে। এর আগে দুই জিম্মিকে মুক্তি দেয় হামাস। যাদের মধ্যে একজনকে ২০১৪ সালে আটক করা হয়।
গাজায় যুদ্ধবিরতি চুক্তির আওতায় আরও চার জিম্মিকে মুক্তি দিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস।