Web Analytics

ইসরায়েলের তরুণ বসতি স্থাপনকারীদের একটি দল সিরিয়ার অধিকৃত গোলান মালভূমির কুনেইত্রা প্রদেশে নতুন বসতি স্থাপনের চেষ্টা করেছে। সিরিয়ার এ এলাকাটি ১৯৭৪ সালের বিচ্ছিন্নতা চুক্তির আওতায় থাকা অঞ্চলের অন্তর্গত। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, তারা নিরাপত্তা বেষ্টনী অতিক্রম করে বীর আজাম গ্রামে গিয়ে কংক্রিট ঢালছে। পরিকল্পিত বসতির নাম ছিল “নেভে হাবাশান।” প্রতিবেদনে আরও বলা হয়, আসাদ শাসন দুর্বল হওয়ার পর ইসরায়েল কুনেইত্রায় সামরিক পোস্ট ও টহল বাড়িয়েছে এবং সিরিয়ার বিভিন্ন প্রদেশে হামলা চালাচ্ছে।

Card image

নিউজ সোর্স

এবার গোলানে নতুন বসতি স্থাপনের চেষ্টা ইসরাইলিদের

ফিলিস্তিনি ভূমি দখল করা ইসরাইলের তরুণ অবৈধ বসতি স্থাপনকারীদের একটি দল এবার সিরিয়ার অধিকৃত গোলান মালভূমির কুনেইত্রা প্রদেশে নতুন একটি বসতি স্থাপনের চেষ্টা করেছে। সিরিয়ার এ এলাকাটি ১৯৭৪ সালের বিচ্ছিন্নতা চুক্তির আওতায় থাকা অঞ্চলের অন্তর্গত।


একনজর এর পরীক্ষামূলক বেটা সংস্করণ চলছে। যেকোন ভুল-ত্রুটি ক্ষমা সুন্দর চোখে দেখার এবং আমাদের উন্নতির জন্য গঠনমূলক মতামত দেয়ার অনুরোধ জানাচ্ছি।