খাদ্য অধিদপ্তরের পরীক্ষার তারিখ ঘোষণা
খাদ্য অধিদপ্তরের ২৫টি ক্যাটাগরির মধ্যে প্রথম ধাপের ১৪টি কারিগরি পদের নিয়োগ পরীক্ষার তারিখ প্রকাশ করা হয়েছে। মোট এক হাজার ৭৯১টি শূন্য পদে নিয়োগের অংশ হিসেবে এই লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। আগামী ৯ আগস্ট (শুক্রবার) বেলা ৩টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত ঢাকা মহানগরীর বিভিন্ন কেন্দ্রে এই পরীক্ষা গ্রহণ করা হবে।