সাবেক প্রেসিডেন্ট প্রার্থী ইঞ্জেকে ঘিরে সরগরম তুরস্কের রাজনীতি
তুরস্কের রাজনীতিতে আবারো আলোচনায় উঠে এসেছেন এক সময়ের প্রেসিডেন্ট প্রার্থী ও সাবেক সংসদ সদস্য মুহাররেম ইঞ্জে। প্রধান বিরোধী দল রিপাবলিকান পিপলস পার্টি (সিএইচপি) তাকে পুনরায় দলে ফিরিয়ে নেওয়ার উদ্যোগ নিয়েছে। গত বুধবার আঙ্কারায় হোমল্যান্ড পার্টির (এমপি) সদর দপ্তরে যান সিএইচপি নেতা ওজগুর ওজেল। সেখানে তিনি ইঞ্জেকে সরাসরি আহ্বান জানান— ‘ঘরে ফিরে আসুন।’ জবাবে ইঞ্জে জানান, তিনি প্রস্তাবটি তার দলের নির্বাহী বোর্ডে আলোচনার পর সিদ্ধান্ত জানাবেন।