পেঁয়াজ রপ্তানিতে শুল্ক তুলে নিল ভারত, ক্ষতিগ্রস্ত হতে পারে কৃষক
পেঁয়াজ রপ্তানিতে শুল্ক তুলে নিয়েছে ভারতের রাজস্ব বিভাগ। যা আগামী ১ এপ্রিল থেকে কার্যকর হবে। এতদিন পেঁয়াজ রপ্তানিতে ২০ শতাংশ শুল্ক ছিল। শনিবার ভারতের অর্থ মন্ত্রণালয়ের রাজস্ব বিভাগ এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে। মন্ত্রণালয়ের ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে। এছাড়া রয়টার্সসহ বিভিন্ন গণমাধ্যমেও এ খবর প্রকাশ হয়েছে।