চরফ্যাশনের জিআইএস গ্রিড সাবস্টেশন! বদলে যাবে উপকূলীয় এলাকার মানুষ
ভোলার চরফ্যাশনে নির্মিত হচ্ছে দেশের অন্যতম আধুনিক ২৩০/৩৩ কেভি ক্ষমতাসম্পন্ন হাইভোল্টেজ জিআইএস সাবস্টেশন গ্রিড (বিদ্যুৎ উপকেন্দ্র)। এটি চালু হলে বিদ্যুৎ সরবরাহে আসবে নিরবচ্ছিন্নতা, লো-ভোল্টেজ ও সিস্টেম লস কমবে, আর চরফ্যাশনের শিল্প ও অর্থনৈতিক উন্নয়নে খুলবে নতুন দিগন্ত।