যুক্তরাষ্ট্রে তৃতীয় দফার বাণিজ্য আলোচনা শুরু
পাল্টা শুল্ক নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে তৃতীয় দফার বাণিজ্য আলোচনা শুরু হয়েছে। স্থানীয় সময় সাড়ে ১২ টায় (বাংলাদেশ সময় রাত সাড়ে ১০টায়) এ বৈঠক শুরু হয়েছে।
পাল্টা শুল্ক ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে তৃতীয় দফার বাণিজ্য আলোচনা শুরু করেছে বাংলাদেশ। ওয়াশিংটন সময় দুপুর ১২টা ৩০ মিনিটে শুরু হওয়া এ বৈঠক চলবে তিন দিন। বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিনের নেতৃত্বে প্রতিনিধি দল আলোচনা করছে, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমানও এতে অংশ নিচ্ছেন। পূর্ববর্তী আলোচনার অগ্রগতির ভিত্তিতে এবারকার বৈঠক থেকে ইতিবাচক ফলের আশা করছে বাংলাদেশ।
পাল্টা শুল্ক নিয়ে যুক্তরাষ্ট্রে তৃতীয় দফার বাণিজ্য আলোচনা শুরু বাংলাদেশের
পাল্টা শুল্ক নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে তৃতীয় দফার বাণিজ্য আলোচনা শুরু হয়েছে। স্থানীয় সময় সাড়ে ১২ টায় (বাংলাদেশ সময় রাত সাড়ে ১০টায়) এ বৈঠক শুরু হয়েছে।