পোপ ফ্রান্সিসের অবস্থা ‘আশঙ্কাজনক’
ধর্মগুরু পোপ ফ্রান্সিসের শারিরীক অবস্থার অবনতি হয়েছে। তার অবস্থা বর্তমানে ‘আশঙ্কাজনক’ বলে শনিবার (২২ ফেব্রুয়ারি) ভ্যাটিকান কর্তৃপক্ষ জানিয়েছে।
পোপ ফ্রান্সিসের শারিরীক অবস্থার অবনতি হয়েছে। তার অবস্থা বর্তমানে ‘আশঙ্কাজনক’ বলে শনিবার (২২ ফেব্রুয়ারি) ভ্যাটিকান কর্তৃপক্ষ জানিয়েছে। ৮৮ বছর বয়সি পোপ ব্রঙ্কাইটিস চিকিৎসা ও স্বাস্থ্য পরীক্ষার জন্য গত ১৪ ফেব্রুয়ারি ইতালির রোমে এক হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে তার উভয় ফুসফুসে নিউমোনিয়া ধরা পড়ে। তিনি আগে থেকেই হাঁপানির রোগী ছিলেন। ফলত অবস্থা আশঙ্কাজনক। ভ্যাটিকান জানায়, পোপ স্বাস্থ্য সম্পর্কে সচেতন, সারাদিন চেয়ারে বসে কাটিয়েছেন। অতিরিক্ত অক্সিজেনের পাশাপাশি পোপের রক্তসঞ্চালনেরও প্রয়োজন। পরীক্ষায় দেখা গেছে তার প্লাটিলেটেও কমে গেছে। এর সময়ে পোপের পদত্যাগ সংক্রান্ত আলাপও গির্জায় উঠেছে।
ধর্মগুরু পোপ ফ্রান্সিসের শারিরীক অবস্থার অবনতি হয়েছে। তার অবস্থা বর্তমানে ‘আশঙ্কাজনক’ বলে শনিবার (২২ ফেব্রুয়ারি) ভ্যাটিকান কর্তৃপক্ষ জানিয়েছে।
একনজর এর পরীক্ষামূলক বেটা সংস্করণ চলছে। যেকোন ভুল-ত্রুটি ক্ষমা সুন্দর চোখে দেখার এবং আমাদের উন্নতির জন্য গঠনমূলক মতামত দেয়ার অনুরোধ জানাচ্ছি।