জুলাই অভ্যুত্থান ‘তথাকথিত আন্দোলন’ বলায় ছাত্রশিবিরের নিন্দা
জুলাই-আগস্টের ছাত্র-জনতার অভ্যুত্থানকে ‘তথাকথিত আন্দোলন’ বলায় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল সভাপতি গণেশ চন্দ্র রায় সাহসের মন্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ঢাবি ছাত্রশিবির।
ঢাবি ছাত্রশিবির এক বিবৃতিতে বলেছে, জুলাই-আগস্টে দিল্লী শাহীর গোলাম ফ্যাসিস্ট হাসিনার জুলুমের বিরুদ্ধে জনগণ ও শিক্ষার্থী সমাজ আত্মত্যাগের অভূতপূর্ব উদাহরণ পেশ করেছিলেন। আরো বলেছে, "তথাকথিত জুলাই আন্দোলন" বলে ছাত্রদলের বক্তব্য শহীদদের রক্তকে অপমান, আহত ও পঙ্গুত্ব বরণকারী গাজীদের সাথে প্রতারণা, এবং ছাত্র-জনতার আত্মত্যাগকে খাটো করে দেখার অপচেষ্টা ছাড়া আর কিছু নয়। বিবৃতিতে বলা হয়, বাকশালীদের মতো অপমানসূচক শব্দ ব্যবহার করে হেয় প্রতিপন্ন করার ধৃষ্টতা দেখানো অন্যায্য ও অত্যন্ত নিন্দনীয়। ছাত্রদলের কাছ থেকে আমরা আরও দায়িত্বশীল আচরণ প্রত্যাশা করি।
জুলাই-আগস্টের ছাত্র-জনতার অভ্যুত্থানকে ‘তথাকথিত আন্দোলন’ বলায় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল সভাপতি গণেশ চন্দ্র রায় সাহসের মন্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ঢাবি ছাত্রশিবির।