ভারতের সঙ্গে শিগগিরই বাণিজ্য চুক্তি: ট্রাম্প
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, দেশটি শিগগিরই ভারতের সঙ্গে একটি নতুন বাণিজ্য চুক্তিতে পৌঁছাতে যাচ্ছে। বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন। ট্রাম্পের বক্তব্যের প্রাসঙ্গিকতা আরও দৃঢ় হয়েছে, কারণ এ সময় ভারতের বাণিজ্য মন্ত্রণালয়ের প্রতিনিধিরা যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে অবস্থান করছেন।