Web Analytics

রোববার এক বিবৃতিতে জাতীয় ক্রীড়া পরিষদ জানিয়েছে, শহীদ রিয়া গোপের স্মরণে মহিলা ক্রীড়া কমপ্লেক্সের নামকরণ করা হয়েছে। গণঅভ্যুত্থানে বাসার ছাদে থাকলেও গুলিতে সাড়ে ছয় বছর বয়সী রিয়া গোপ শহীদ হন। এদিকে, ঢাকার জাতীয় স্টেডিয়ামের সামনে থাকা রোলার স্কেটিং কমপ্লেক্সের নাম শেখ রাসেল বাদ দিয়ে ‘জাতীয় রোলার স্কেটিং কমপ্লেক্স’ করা হয়েছে। রমনায় অবস্থিত টেনিস কমপ্লেক্স শেখ জামাল বাদ দিয়ে ‘জাতীয় টেনিস কমপ্লেক্স’ করা হয়েছে। জাতীয় ক্রীড়া পরিষদ ভবনের বড় অডিটোরিয়ামের নাম শেখ কামাল বাদ দিয়ে রাখা হয়েছে ‘জাতীয় ক্রীড়া পরিষদ মিলনায়তন’।

Card image

নিউজ সোর্স

RTV 09 Mar 25

জুলাই আন্দোলনে নিহত রিয়া গোপের নামে মহিলা ক্রীড়া কমপ্লেক্স

গত জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় বাসার ছাদে থাকলেও গুলি লাগে রিয়া গোপ নামক সাড়ে ছয় বছরের একটি শিশুর মাথায়। কয়েকদিন পর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করে শিশুটি। তার এই মৃত্যু সবাইকে কাঁদিয়েছিল। সেই রিয়ার স্মরণে মহিলা ক্রীড়া কমপ্লেক্সের নামকরণ করেছে জাতীয় ক্রীড়া পরিষদ।