বাংলাদেশের আপত্তি সত্ত্বেও চলছেই ভারতীয় ‘পুশ-ব্যাক’ অভিযান
বাংলাদেশ সরকারের আপত্তি ও উদ্বেগ সত্ত্বেও দেশটিতে থাকা অনিবন্ধিত বাংলাদেশিদের ‘পুশ-ব্যাক’ বা সীমান্তপথে ফেরত পাঠানোর কার্যক্রম অব্যাহত রেখেছে ভারত।
বাংলাদেশ সরকারের আপত্তি ও উদ্বেগ সত্ত্বেও বৈধ পুনর্বাসন প্রক্রিয়ায় না গিয়ে ‘পুশ-ইন’ অব্যাহত রেখেছে ভারত। এতে বাংলাদেশী নাগরিক ছাড়াও নিপীড়িত ভারতীয় এবং শরণার্থী রোহিঙ্গাদের বাংলাদেশে ঠেলে দেওয়া হচ্ছে। গত রোববার ভারতের উত্তরপ্রদেশের গাজিয়াবাদ থেকে প্রায় ১৬০ জনকে বিমান বাহিনীর একটি বিশেষ উড়োজাহাজে করে আগরতলায় আনা হয়, যাদের পরবর্তীতে স্থলপথে বাংলাদেশে ফেরত পাঠানো হবে বলে জানায় ভারতীয় কর্তৃপক্ষ। উল্লেখ্য, ৮ মে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ভারতকে প্রতি এক চিঠিতে ‘উদ্বেগ’ প্রকাশ করে বলেছে, এ ধরনের আচরণ মেনে নেওয়া যায় না এবং ‘প্রচলিত প্রত্যাবাসন প্রক্রিয়ার’ প্রতি শ্রদ্ধাশীল থাকার আহ্বান জানানো হয়।
বাংলাদেশ সরকারের আপত্তি ও উদ্বেগ সত্ত্বেও দেশটিতে থাকা অনিবন্ধিত বাংলাদেশিদের ‘পুশ-ব্যাক’ বা সীমান্তপথে ফেরত পাঠানোর কার্যক্রম অব্যাহত রেখেছে ভারত।