নীতিমালা সংশোধন করতে ইসিকে সাংবাদিকদের আলটিমেটাম
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে প্রকাশিত সাংবাদিক নীতিমালা সংশোধন করতে নির্বাচন কমিশনকে (ইসি) আলটিমেটাম দিয়েছেন সংবাদকর্মীরা।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে প্রকাশিত সাংবাদিক নীতিমালা সংশোধন করতে নির্বাচন কমিশনকে ১৫ দিনের আলটিমেটাম দিয়েছে রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসির নেতারা। সাক্ষাৎ করে সাংবাদিক নেতারা সিইসিকে বলেন, নীতিমালায় এমন কিছু বিধান রয়েছে- যা স্বাধীন সাংবাদিকতার জন্য প্রতিবন্ধক। সিইসিকে দেওয়া স্মারকলিপিতে চারটি বিষয় তুলে ধরা হয়। সেগুলো হলো- নীতিমালা প্রণয়নে গণমাধ্যম প্রতিনিধিদের সঙ্গে কোনো আলোচনা করা হয়নি। ভোটকেন্দ্রে সাংবাদিক প্রবেশের সময় ও সংখ্যা সীমাবদ্ধতাসহ বাস্তববিচ্যুত শর্ত আরোপ করা হয়েছে। ভোটকক্ষে সাক্ষাতকার ও সরাসরি সম্প্রচার নিষিদ্ধ করা হয়েছে। সাংবাদিকদের নিরাপত্তা উপেক্ষা করে একতরফাভাবে শাস্তিমূলক ধারা রাখা হয়েছে। সংগঠনটির সভাপতি কাজী জেবেল বলেন, এ নীতিমালা স্থগিতের জন্য নির্বাচন কমিশনকে আহ্বান জানাচ্ছি। এছাড়া ১৫ দিনের মধ্যে সংশোধন না করা হলে বিদ্যমান নীতিমালায় সাংবাদিকরা আগামী সংসদ নির্বাচনের কভারেজ করবেন না এবং নয়া কর্মসূচি দেওয়া হবে।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে প্রকাশিত সাংবাদিক নীতিমালা সংশোধন করতে নির্বাচন কমিশনকে (ইসি) আলটিমেটাম দিয়েছেন সংবাদকর্মীরা।
একনজর এর পরীক্ষামূলক বেটা সংস্করণ চলছে। যেকোন ভুল-ত্রুটি ক্ষমা সুন্দর চোখে দেখার এবং আমাদের উন্নতির জন্য গঠনমূলক মতামত দেয়ার অনুরোধ জানাচ্ছি।