ট্রাম্প-মাস্ক দ্বন্দ্বে সংকটে নাসা, মহাকাশ গবেষণার ভবিষ্যৎ অনিশ্চিত?
বাংলার পুরোনো প্রবাদ আছে, ‘শিল-পাটার ঘষায় প্রাণ যায় মরিচের।’ এ প্রবাদ যেন হুবহু মিলে যায় বর্তমান যুক্তরাষ্ট্রের রাজনীতিক ও প্রযুক্তি মহলের দুই ব্যক্তিত্ব ডোনাল্ড ট্রাম্প ও ইলন মাস্কের দ্বন্দ্বে। যেখানে ‘মরিচ’ হয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে বিশ্বের অন্যতম মহাকাশ গবেষণা সংস্থা নাসা।