Web Analytics

উপদেষ্টা জাহাঙ্গীর আলম বলেন, "আওয়ামী লীগের কার্যক্রমের প্রজ্ঞাপনে যে ধরনের নির্দেশনা আছে আমরা সেভাবেই কাজ করব। আইন যেইটা হয়েছে সেটা বাস্তবায়ন করার দায়িত্ব আমাদের।" আওয়ামী লীগ তো সংগঠিত হওয়ার চেষ্টা করছে, তারা ঝটিকা মিছিল, রাতে মিছিল করছে এক্ষেত্রে আপনাদের কার্যক্রম কী হবে– জানতে চাইলে তিনি বলেন, আপনারা যদি আমাদের আগে জানিয়ে দিতে পারেন তাহলে আমরা সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিতে পারব। আর গোয়েন্দা সংস্থার মাধ্যমে যদি আমরা জানতে পারি তাহলেও আমরা ব্যবস্থা নেব। উপদেষ্টা বলেন, অবৈধ অস্ত্র উদ্ধারের অভিযান এখনও চলছে। তবে আমরা যে পরিমাণ আশা করেছিলাম সেই পরিমাণ উদ্ধার করতে পারিনি বা হয়নি। আমরা অবৈধ অস্ত্রের সঠিক সংখ্যা এখন বলতে পারব না।

13 May 25 1NOJOR.COM

আ.লীগ সংগঠিত হওয়ার চেষ্টা করলেই ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা

নিউজ সোর্স

RTV 12 May 25

আ.লীগ সংগঠিত হওয়ার চেষ্টা করলেই ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা

বিচারকাজ সম্পন্ন না হওয়া পর্যন্ত আওয়ামী লীগ যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ হওয়ায় দলটি সংগঠিত হওয়ার চেষ্টা করলেই ব্যবস্থা নেওয়া হবে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।