Web Analytics

পিরোজপুরের ছারছিনা দরবার শরিফে তিন দিনব্যাপী ১৩৫তম ইছালে ছাওয়াব মাহফিল আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়েছে। লাখো ভক্ত ও ধর্মপ্রাণ মুসলমানের উপস্থিতিতে অনুষ্ঠিত এই মাহফিলে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশে নিযুক্ত আলজেরিয়ার রাষ্ট্রদূত ড. আবদেল ওহাব আস সাইদানি। তিনি বলেন, ভৌগলিক ভিন্নতা থাকলেও বাংলাদেশ ও আলজেরিয়ার জনগণ ইসলামের বন্ধনে আবদ্ধ এবং একই আদর্শে বিশ্বাসী। রাষ্ট্রদূত ছারছিনার শিক্ষার্থীদের আলজেরিয়ার বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ দেওয়ার আশ্বাস দেন এবং ছারছিনার পিরকে আলজেরিয়া সফরের আমন্ত্রণ জানান। পির মাওলানা শাহ্ আবু নছর নেছারুদ্দীন আহমদ হুসাইন দেশ, জাতি ও বিশ্ব মুসলিমের শান্তি ও কল্যাণ কামনায় আখেরি মোনাজাত পরিচালনা করেন। মাহফিলে দেশি-বিদেশি ধর্মীয় ব্যক্তিত্ব ও অতিথিরা উপস্থিত ছিলেন।

02 Dec 25 1NOJOR.COM

ছারছিনা মাহফিলে আলজেরিয়ার রাষ্ট্রদূত, বাংলাদেশ-আলজেরিয়া ইসলামী ঐক্যের বার্তা দেন

নিউজ সোর্স

ভৌগলিক ভিন্নতা থাকলেও আমরা এক জাতি ও একই আদর্শে বিশ্বাসী

পিরোজপুর তথা দক্ষিণাঞ্চলের অন্যতম ধর্মীয় তীর্থস্থান ছারছিনা দরবার শরিফের তিন দিনব্যাপী ১৩৫তম ইছালে ছাওয়াব মাহফিল আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়েছে। মোনাজাতের আগে ছারছিনার পির মাওলানা শাহ্ আবু নছর নেছারুদ্দীন আহমদ হুসাইন সমবেত লাখ লাখ ভক্ত মুরিদান ও

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।