Web Analytics

নিম্নমানের ও খাবার অনুপযোগী মাছ গছিয়ে দেওয়ার প্রমাণ মিলেছে পরিদর্শনে। বিদেশি সরবরাহকারীও রাজি হয়েছিলেন ক্ষতিপূরণ দিতে। বাংলাদেশ ব্যাংকও নির্দেশনা দিয়েছে আমদানিকারকের সঙ্গে কথা বলে সংশ্লিষ্ট ব্যাংককে পদক্ষেপ নিতে। উচ্চ আদালতে এ নিয়ে রিটও হয়েছে। তবু বিষয়টি ফয়সালা হওয়ার আগেই উরুগুয়ের কোম্পানিকে এলসির ৩৭ লাখ টাকা ছাড় করে দিয়েছে ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স ব্যংক। ফলে পিএলসির ৫ কর্মকর্তাকে আইনি নোটিশ দিয়েছে চট্টগ্রামের আমদানিকারক প্রতিষ্ঠান মা আমেনা ইন্টারন্যাশনাল। অভিযোগ, কোনো আইন-কানুনের তোয়াক্কা না করে, চিঠিপত্রের তোয়াক্কা না করে রপ্তানিকারক প্রতিষ্ঠানের কাছ থেকে আর্থিক সুবিধা নিয়ে শুধু ব্যক্তিগত লাভের জন্যই এহেন কাজটি করা হয়েছে।

26 Jun 25 1NOJOR.COM

নিম্নমানের ও খাবার অনুপযোগী মাছ গছিয়ে দেওয়ার প্রমাণ মিলেছে। বিদেশি সরবরাহকারীও রাজি হয়েছিলেন ক্ষতিপূরণ দিতে। ফয়সালা হওয়ার আগেই কোম্পানিকে এলসির টাকা ছাড় করে দিয়েছে ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স ব্যংক ।

নিউজ সোর্স

পাঁচ ব্যাংক কর্মকর্তার বিরুদ্ধে সিআইপিসিতে অভিযোগ

নিম্নমানের ও খাবার অনুপযোগী মাছ (শেড ফিশ) গছিয়ে দেওয়ার প্রমাণ মিলেছে পরিদর্শনে। বিদেশি সরবরাহকারীও রাজি হয়েছিলেন ক্ষতিপূরণ দিতে। বাংলাদেশ ব্যাংকও নির্দেশনা দিয়েছে আমদানিকারকের সঙ্গে কথা বলে সংশ্লিষ্ট ব্যাংককে পদক্ষেপ নিতে। উচ্চ আদালতে এ নিয়ে রিটও হয়েছে। এত কিছুর পরও বিষয়টি ফয়সালা হওয়ার আগেই উরুগুয়ের কোম্পানিকে এলসির ৩০ হাজার ৬৮০ ইউএস ডলার (৩৭ লাখ টাকা) ছাড় করে দিয়েছে একটি তফসিলি ব্যাংক। প্রশ্ন উঠেছে ওই ব্যাংক কার স্বার্থে বিপুল অঙ্কের এই টাকা ছেড়ে দিল? দেশের স্বার্থ না দেখে বিদেশি শঠ ব্যবসায়ীর পক্ষাবলম্বনের হেতু কী?