ইউরোপে পুরনো বিদ্যুৎ কেন্দ্রকে ডাটা সেন্টারে রূপ দেয়ার পরিকল্পনা প্রযুক্তি জায়ান্টদের
ইউরোপের সবচেয়ে পুরনো কয়লা ও গ্যাসভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলোর আয়ুষ্কাল এখন ফুরানোর পথে। বিদ্যমান বিদ্যুৎ ও পানির সুবিধাকে কাজে লাগাতে এসব বিদ্যুৎ কেন্দ্রকে এখন ডাটা সেন্টারে রূপ দেয়ার পরিকল্পনা করছে মাইক্রোসফট ও অ্যামাজনের মতো প্রযুক্তি জায়ান্টগুলো। এআইয়ের উত্থানে বিদ্যুতের ক্রমবর্ধমান চাহিদা ফ্রান্সের এনজি, জার্মানির আরডব্লিউই ও ইতালির ইনেলের মতো বিদ্যুৎ ও জ্বালানি খাতের বৃহৎ বহুজাতিক কোম্পানিগুলোর সামনে বড় সুযোগ এনে দিয়েছে। এসব প্রতিষ্ঠান এখন নিজেদের পুরনো বিদ্যুৎ কেন্দ্রগুলোকে প্রযুক্তি কোম্পানির ডাটা সেন্টারে রূপ দেয়ার মাধ্যমে বিদ্যুতের দীর্ঘমেয়াদি সরবরাহ চুক্তি সইয়ের মাধ্যমে লাভবান হতে চাচ্ছে। খবর রয়টার্স।