ভূমিকম্পে রাশিয়ার পারমাণবিক সাবমেরিন ঘাঁটির ক্ষতি
গত ৩০ জুলাই রাশিয়ার পূর্ব উপকূলীয় এলাকায় ৮ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। ভয়াবহ এ ভূমিকম্পে কেঁপে উঠে গোটা রাশিয়া। জারি করা হয় সুনামি সতর্কতা। রাশিয়া বাদেও জাপান, যুক্তরাষ্ট্র, দক্ষিণ কোরিয়া, চিলি ও ফ্রান্সে সুনামির সতর্কতা জারি করে। ভয়াবহ এ ভূমিকম্পে রাশিয়ার একটি পারমাণবিক সাবমেরিন ঘাঁটি ক্ষতিগ্রস্ত হয়েছে। খবর দ্য গার্ডিয়ানের।