Web Analytics

পাকিস্তান সমর্থনসহ নানা কারণে তুরস্কের বিরুদ্ধে ভারতের জনঅসন্তোষ বেড়ে গিয়ে পর্যটন, শিক্ষা ও বিমান খাত থেকে সরে আসছে ভারত। ভারতীয় পর্যটকের সংখ্যা বছরে ৩৭% কমেছে, বিলাসভ্রমণ ও বিয়ের মতো উচ্চমূল্যের সেগমেন্টেও ক্ষতি হয়েছে। কয়েকটি ভারতীয় বিশ্ববিদ্যালয় জাতীয় স্বার্থের কথা বলে তুর্কি প্রতিষ্ঠানগুলোর সঙ্গে বিনিময় কর্মসূচি স্থগিত করেছে। বিমান খাতে তুর্কি মালিকানাধীন গ্রাউন্ড-হ্যান্ডলিং প্রতিষ্ঠানের নিরাপত্তা ছাড়পত্র বাতিল হয়েছে। বিশ্লেষকদের মতে, ভারতের ভোক্তা ও যাত্রীশক্তিকে কৌশলগত অস্ত্র হিসেবে ব্যবহার করা হচ্ছে।

13 Aug 25 1NOJOR.COM

ভারত তুরস্কের সঙ্গে সম্পর্ক হ্রাস করছে, জনসমাজে বয়কটের ঢেউ

নিউজ সোর্স

তুরস্ক থেকে সরে যাচ্ছে ভারত

অপারেশন সিঁদুরে ভারতের বদলে পাকিস্তানকে সমর্থন, ড্রোন দেওয়া সহ নানা কারণে তুরস্কের ওপর ক্ষোভ জন্মেছে ভারতীয়দের। তারই প্রেক্ষিতে সামাজিক মাধ্যমে ‘বয়কট তুরস্ক’ ট্রেন্ড হতে শুরু হয়েছে। ইউরোপের দেশটিতে পর্যটন, শিক্ষা, বিমান খাত থেকে সরে আসছে ভারতের জনগণ।