যুক্তরাষ্ট্র-ইইউ বাণিজ্য চুক্তি ইউরোপে হতাশার সুর: ‘আত্মসমর্পণের’ অভিযোগ ফ্রান্সের, সতর্ক জার্মানি
ইউরোপীয় ইউনিয়নের প্রধান উরসুলা ভন ডার লেয়েন এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে সদ্য সম্পাদিত বাণিজ্য চুক্তি নিয়ে ইউরোপজুড়ে ছড়িয়ে পড়েছে হতাশার সুর। ইউরোপের দুই প্রধান অর্থনীতি জার্মানি ও ফ্রান্সের নেতৃত্বে এই চুক্তিকে অর্থনৈতিক ও রাজনৈতিকভাবে ক্ষতিকর বলে আখ্যায়িত করা হচ্ছে। খবর বিবিসি।