দুর্দিনে যারা দলের সঙ্গে বেইমানি করে নাই তারাই প্রকৃত কর্মী: হাসান সরকার
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা হাসান উদ্দিন সরকার বলেছেন, বিগত দিনে আওয়ামী লীগের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে যারা সুবিধাজনক অবস্থানে ছিলেন, আর যারা হামলা-মামলা মোকাবিলা করে রাজপথে সক্রিয় ছিলেন তাদের আলাদা মূল্যায়ন করতে হবে। দুর্দিনে যারা দলের সঙ্গে বেইমানি করে নাই তারাই আমাদের প্রকৃত কর্মী।