Web Analytics

ভারত তার ক্ষেপণাস্ত্র প্রযুক্তিতে অগ্রগতি করছে, নতুন আগ্নি-৫-এর দুইটি ভার্সন তৈরি করছে। একটি ভার্সন ২,৫০০ কিমি দূরত্বে সাড়ে ৭ হাজার কেজি বিস্ফোরক নিয়ে সুনির্দিষ্ট লক্ষ্যস্থলে সুপারসনিক গতিতে আঘাত হানতে পারবে। অন্যটি ৫ হাজার কিলোমিটারেরও বেশি দূরত্বে পারমাণবিক অস্ত্র বহন সক্ষম। ডিআরডিও তৈরি এই ক্ষেপণাস্ত্র যুক্তরাষ্ট্রের GBU-৫৭ বাংকার বাস্টারের মতো শক্তিশালী বলে দাবি করা হচ্ছে, যা ভারতের সামরিক প্রতিরক্ষা শক্তিকে বাড়াবে।

04 Jul 25 1NOJOR.COM

ভারত তৈরি করছে নতুন আগ্নি-৫ ক্ষেপণাস্ত্র, যা ৫ হাজার কিলোমিটার দূরে পারমাণবিক অস্ত্র নিয়ে আঘাত হানতে পারবে

নিউজ সোর্স

পরমাণু অস্ত্র নিয়ে ৫ হাজার কিমি দূরে আঘাত হানবে ভারতের নতুন ক্ষেপণাস্ত্র

দেশীয় প্রযুক্তিতে বাংকার বাস্টার তৈরি করছে ভারত। অগ্নি-৫ ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইলের দুইটি ভার্সন তৈরি হচ্ছে দেশটিতে।