Web Analytics

এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ বলেছেন, ‘আগে এক কোটি টাকার কাজে ৩০ লাখ টাকাই লুট হয়ে যেতো। দায়িত্বশীলদের কোনো জবাবদিহিতা ছিল না। গত ২০ বছর যাবত জবাবদিহিহীন একটা সমাজ গড়ে উঠেছিল।’ তিনি বলেন, ‘তারা এখনো ভাবতেছে তাদের কোনো জবাবদিহি করতে হবে না। হাসনাত বলেন, ‘সরকারি কর্মকর্তা-কর্মচারীরা এক্সকিউজ দেওয়ায় ট্রেনিংপ্রাপ্ত। অর্থাৎ এটা আমার দায়িত্ব না, ওর দায়িত্ব, এই চেয়ার না, ওই চেয়ার।’ হাসনাত বলেন, 'দেবিদ্বারে দুই কোটি ৪৩ লাখ টাকা ব্যয়ে নির্মিত সড়কটি জনগণের কোনো কাজে আসবে না। বরং জনগণের আরো দুর্ভোগ বেড়েছে। কথা ছিল ডিভাইডার বসানোর পূর্বে ৬ ইঞ্চি গাঁথনি করবে, কিন্তু তারা তা করেনি।' এছাড়া আরো নানা অনিয়ম তুলে ধরেন তিনি।

26 Jun 25 1NOJOR.COM

আগে এক কোটি টাকার কাজে ৩০ লাখ টাকাই লুট হয়ে যেতো। দায়িত্বশীলদের কোনো জবাবদিহিতা ছিল না। গত ২০ বছর যাবত জবাবদিহিহীন একটা সমাজ গড়ে উঠেছিল: হাসনাত আবদুল্লাহ

নিউজ সোর্স

এক কোটি টাকার উন্নয়ন কাজে ৩০ লাখ টাকা লুট: হাসনাত আবদুল্লাহ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ বলেছেন, ‘আগে এক কোটি টাকার কাজে ৩০ লাখ টাকাই লুট হয়ে যেতো। দায়িত্বশীলদের কোনো জবাবদিহিতা ছিল না। গত ২০ বছর যাবত জবাবদিহিহীন একটা সমাজ গড়ে উঠেছিল।’