ওপেকের পূর্বাভাস সংশোধন : পাঁচ বছরে প্রায় ৮% বৃদ্ধি পাবে জ্বালানি তেলের বৈশ্বিক চাহিদা
চলতি ২০২৫ পঞ্জিকাবর্ষে বিশ্বব্যাপী অপরিশোধিত জ্বালানি তেলের দৈনিক গড় চাহিদা দাঁড়াবে ১০ কোটি ৫০ লাখ ব্যারেলে। আগামী বছর অর্থাৎ ২০২৬ সালে তা হবে দৈনিক ১০ কোটি ৬৩ লাখ ব্যারেল। ২০৩০ সালে পণ্যটির দৈনিক গড় চাহিদার পরিমাণ দাঁড়াতে পারে ১১ কোটি ৩৩ লাখ ব্যারেলে। সে অনুযায়ী, আগামী পাঁচ বছরে বিশ্বব্যাপী পণ্যটির গড় চাহিদা বাড়বে বর্তমানের তুলনায় ৭ দশমিক ৯ শতাংশের কিছু বেশি। অর্গানাইজেশন অব পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজের (ওপেক) ‘২০২৫ ওয়ার্ল্ড অয়েল আউটলুক’ শীর্ষক গতকাল প্রকাশিত এক প্রতিবেদনে এমন পূর্বাভাস দেয়া হয়।