১৫ বাংলাদেশিকে ফেরত পাঠাল যুক্তরাজ্য
যুক্তরাষ্ট্রের পর এবার যুক্তরাজ্যও অবৈধ বাংলাদেশি অভিবাসীদের দেশে ফেরত পাঠাতে শুরু করেছে। ইতোমধ্যে দেশটি ১৫ বাংলাদেশিকে দেশে ফেরত পাঠিয়েছে। এসব অভিবাসীর বিরুদ্ধে অভিবাসন আইন লঙ্ঘনের অভিযোগ রয়েছে।
যুক্তরাজ্য ১৫ জন বাংলাদেশিকে ফেরত পাঠিয়েছে যারা অভিবাসন আইন লঙ্ঘনের অভিযোগে রয়েছে। ফেরত আসা যাত্রীরা লন্ডনের স্ট্যানস্টেড বিমানবন্দর থেকে বিশেষ চার্টার ফ্লাইটে ইসলামাবাদের মধ্য দিয়ে ঢাকায় শুক্রবার পৌঁছায়। এদের মধ্যে পুরুষ ও নারী উভয়ই ছিলেন, কেউ বৈধ পাসপোর্টধারী আবার কেউ মেয়াদোত্তীর্ণ পাসপোর্টধারী। তারা মূলত সিলেট, কুমিল্লা ও ঢাকার বিভিন্ন জেলার বাসিন্দা। যুক্তরাজ্য অভিবাসন কর্তৃপক্ষ বাংলাদেশ সরকারের সঙ্গে সমন্বয় করে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিচ্ছে, যার অংশ হিসেবে এ ফেরত প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।
যুক্তরাষ্ট্রের পর এবার যুক্তরাজ্যও অবৈধ বাংলাদেশি অভিবাসীদের দেশে ফেরত পাঠাতে শুরু করেছে। ইতোমধ্যে দেশটি ১৫ বাংলাদেশিকে দেশে ফেরত পাঠিয়েছে। এসব অভিবাসীর বিরুদ্ধে অভিবাসন আইন লঙ্ঘনের অভিযোগ রয়েছে।