‘মুসলিম’ হওয়ায় মুম্বাইয়ে বাড়ি কিনতে পারেননি সাইফ
‘মুসলিম’ হওয়ায় পছন্দের শহরে বাড়ি কিনতে পারেননি শর্মিলা ঠাকুর-মনসুর আলি পতৌদির বড় ছেলে বলিউড তারকা সাইফ আলি খান। মুম্বাইয়ের অভিজাত এলাকা জুহুতে এই তিক্ত অভিজ্ঞতার সম্মুখীন হয়েছিলেন তিনি। তিনি ভিন্ন সম্প্রদায়ের বলে জুহুতে বাড়ি পাননি! অভিনেতা নিজের মুখেই এই কথা বলেছেন।