‘তাজ স্টোরি’ সিনেমা এবং হিন্দুত্ববাদের রাজনীতি | আমার দেশ
সায়েদ উন্স সপ্তদশ শতাব্দীতে ভারতের আগ্রায় মার্বেল পাথরে নির্মিত বিশ্ববিখ্যাত একটি সমাধিসৌধ তাজমহল। এটি প্রেমের অন্যতম শ্রেষ্ঠ প্রতীকী স্মৃতিস্তম্ভ হিসেবে বিবেচিত। এই স্থাপনাটি ঘিরে ভারতে ‘দ্য তাজ স্টোরি’ নামে একটি হিন্দি চলচ্চিত্র রিলিজ হতে যাচ্ছে।