কাপ্তাই হ্রদে দখলদারত্ব
আয়তন ও সৌন্দর্যে বাংলাদেশ তথা দক্ষিণ এশিয়ার অন্যতম বড় জলাধার রাঙ্গামাটির কাপ্তাই হ্রদ। ১৯৬০ সালে বিদ্যুৎ উৎপাদনের জন্য কর্ণফুলী নদীর ওপর বাঁধ দেয়ার ফলে সৃষ্টি হয় জলাধার। প্রায় ৭২৫ বর্গকিলোমিটারের কাপ্তাই হ্রদের মাছ স্থানীয় মানুষের চাহিদা পূরণ করে দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করা হয়। রাঙ্গামাটি ও খাগড়াছড়ির আট উপজেলার প্রায় সাড়ে ২৬ হাজার জেলে হ্রদের ওপর নির্ভরশীল। তবে দখলের কারণে দিন দিন সংকুচিত হয়ে আসছে কৃত্রিম এ জলাধার।