বাংলাদেশে নির্মিত ম্রো ভাষার সিনেমা এবার প্রদর্শিত হবে ক্যামব্রিজে
বাংলাদেশের প্রথম ম্রো ভাষার সিনেমা ‘কিওরি পেক্রা উও’ যার ইংরেজি অনুবাদ ‘ডিয়ার মাদার’ এবার প্রদর্শিত হবে বিশ্ববিখ্যাত ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ে। আজা ক্যামব্রিজ স্থানীয় সময় বিকাল ২টা ৩০ মিনিটে ইন্ডিজিনিয়াস স্টাডিজ গ্রুপ ক্যামব্রিজের আয়োজনে এই স্ক্রিনিং অনুষ্ঠিত হবে।