নেতানিয়াহুকে ধুয়ে দিলেন মার্কিন সিনেটর
ইরান-ইসরায়েল চলমান সংঘাতে যুক্তরাষ্ট্রের সমর্থনের সমালোচনা করেছেন মার্কিন বামপন্থী সিনেটর বার্নি স্যান্ডার্স। একইসঙ্গে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকেও একপ্রকার ধুয়ে দিয়েছেন তিনি।
মার্কিন সিনেটর বার্নি স্যান্ডার্স লেখেন, ইসরায়েল যদি ইরানের সঙ্গে যুদ্ধ শুরু করে, তবে সেটি তাদের নিজেদের সিদ্ধান্ত এবং যুক্তরাষ্ট্রকে তা থেকে দূরে থাকতে হবে। আরও লিখেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নন। তিনি আমাদের বিদেশনীতি বা সামরিক নীতি নির্ধারণ করবেন না। ইসরায়েলের জনগণ যদি ইরানের সঙ্গে যুদ্ধ শুরুর সিদ্ধান্তকে সমর্থন করে, তাহলে সেটি তাদের ব্যাপার—তাদের যুদ্ধ। যুক্তরাষ্ট্রকে সেই যুদ্ধে কোনোভাবেই যুক্ত হওয়া উচিত নয়।
ইরান-ইসরায়েল চলমান সংঘাতে যুক্তরাষ্ট্রের সমর্থনের সমালোচনা করেছেন মার্কিন বামপন্থী সিনেটর বার্নি স্যান্ডার্স। একইসঙ্গে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকেও একপ্রকার ধুয়ে দিয়েছেন তিনি।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।