কুতুবদিয়ায় অস্ত্র-গোলাবারুদ উদ্ধার
কক্সবাজারের কুতুবদিয়ায় অভিযান চালিয়ে অস্ত্রসহ গোলাবারুদ উদ্ধার করেছে বাংলাদেশ নৌবাহিনী। এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি।
বৃহস্পতিবার সন্ধ্যায় কুতুবদিয়া উপজেলায় অভিযান চালিয়ে অস্ত্রসহ গোলাবারুদ উদ্ধার করেছে বাংলাদেশ নৌবাহিনী। এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বড়ঘোপ ইউনিয়নের মনোহরখালী এলাকায় নৌবাহিনীর একটি দল অভিযান চালায়। তল্লাশি চালিয়ে ১টি এক নলা বন্ধুক, ১টি শটগান ও ৬ রাউন্ড তাজা গোলা পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদ পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য কুতুবদিয়া থানায় হস্তান্তর করা হয়। এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে বাহিনীটি।
কক্সবাজারের কুতুবদিয়ায় অভিযান চালিয়ে অস্ত্রসহ গোলাবারুদ উদ্ধার করেছে বাংলাদেশ নৌবাহিনী। এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি।