সাবেক রাষ্ট্রদূত ষোলো মাস ছিলেন আয়নাঘরে, নির্যাতনে একদিকের সব দাঁত পড়ে যায়, দেওয়া হয়নি চিকিৎসা
আয়নাঘরের ভয়াবহ ও লোমহর্ষক বর্ণনা দেন সাবেক রাষ্ট্রদূত এম মারুফ জামান। হাসিনা সরকারের দ্বিতীয় মেয়াদে প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর (ডিজিএফআই) পরিচালিত বহুল আলোচিত আয়নাঘরে তাকে দীর্ঘদিন বন্দি রাখা হয়।