Web Analytics

দুদকের তিন মামলায় তিন স্বাক্ষীর জবানবন্দিতে উঠে এসেছে, শেখ রেহানা নিজেকে অসহায় উল্লেখ করে রাজউক থেকে নিজের ও দুই সন্তানের নামে প্লট বরাদ্দ নেন। নিজেদের একাধিক প্লট-বাড়ি থাকা সত্ত্বেও রাজউকের প্লট পেতে নিজেদের ভাসমান, অসহায় ও গরীব বলে পরিচয় দিয়েছিলেন শেখ রেহানা, টিউলিপ রিজওয়ানা সিদ্দিক ও আজমিনা সিদ্দিক রূপন্তী। দুদক প্রসিকিউটর খান মো. মঈনুল হাসান জানান, আগামী ৪ সেপ্টেম্বর সাক্ষ্যগ্রহণের পরবর্তী তারিখ ধার্য করা হয়েছে। উল্লেখ্য, গত ৩১ জুলাই এসব মামলায় একই আদালত আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। একটি মামলায় শেখ রেহানা, টিউলিপ ও শেখ হাসিনাসহ আসামি ১৭ জন। আরেকটিতে আজমিনা সিদ্দিক, টিউলিপ ও শেখ হাসিনাসহ ১৮ জন এবং অন্য মামলায় রাদওয়ান, টিউলিপ ও শেখ হাসিনাসহ ১৮ জনকে আসামি করা হয়েছে।

Card image

নিউজ সোর্স

যে কৌশলে সরকারি প্লট বাগিয়ে নেন শেখ রেহানা

স্বৈরশাসক শেখ হাসিনার বোন শেখ রেহানা নিজেকে অসহায় উল্লেখ করে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) থেকে নিজের ও দুই সন্তানের নামে প্লট বরাদ্দ নেন।