রাশিয়ার রকেটে মহাকাশে স্যাটেলাইট পাঠাল ইরান
ইরানের তৈরি নাহিদ-২ স্যাটেলাইট সফলভাবে মহাকাশে উৎক্ষেপণ করা হয়েছে। শুক্রবার রাশিয়ার পূর্বাঞ্চলের ভোস্তোচনি কসমোড্রোম থেকে রুশ সয়ুজ রকেটের মাধ্যমে স্যাটেলাইটটি উৎক্ষেপণ করা হয়।
রাশিয়ার ভোস্তোচনি কসমোড্রোম থেকে ইরানের নাহিদ-২ স্যাটেলাইট সফলভাবে উৎক্ষেপণ করা হয়েছে। ইরান স্পেস এজেন্সি ও ইরান স্পেস রিসার্চ সেন্টারের যৌথ উদ্যোগে তৈরি এই স্যাটেলাইটটি ২০টি স্যাটেলাইটের বহুজাতিক মিশনের অংশ। পাঁচ বছর পর্যন্ত কাজ করার জন্য ডিজাইনকৃত এটি ইরানি প্রণীত প্রপালশন সিস্টেম এবং তাপ নিয়ন্ত্রণ প্রযুক্তি ব্যবহার করে। এছাড়াও এতে শক্তিশালী লিথিয়াম-আয়ন ব্যাটারি রয়েছে যা দীর্ঘমেয়াদী মিশনের জন্য উপযোগী।
ইরানের তৈরি নাহিদ-২ স্যাটেলাইট সফলভাবে মহাকাশে উৎক্ষেপণ করা হয়েছে। শুক্রবার রাশিয়ার পূর্বাঞ্চলের ভোস্তোচনি কসমোড্রোম থেকে রুশ সয়ুজ রকেটের মাধ্যমে স্যাটেলাইটটি উৎক্ষেপণ করা হয়।