Web Analytics

রাঙামাটির লংগদু উপজেলায় কাপ্তাই হ্রদের পানি না কমায় প্রায় ১৩ হাজার নিম্ন আয়ের কৃষক মারাত্মক বিপাকে পড়েছেন। কৃষিজমি পানিতে তলিয়ে থাকায় পৌষ মাসে বোরো ধানের আবাদ শুরু করা সম্ভব হয়নি। এতে আগামী মৌসুমে খাদ্যসংকটের আশঙ্কা দেখা দিয়েছে বলে জানিয়েছেন স্থানীয় কৃষকরা।

উপজেলা কৃষি অফিসের তথ্যমতে, লংগদুর ৮ হাজার হেক্টর কৃষিজমির মধ্যে প্রায় সাড়ে ৬ হাজার হেক্টর এখনো পানির নিচে। কৃষকরা অভিযোগ করেছেন, সরকার কাপ্তাই বাঁধ বন্ধ রেখে পানি ছাড়ছে না। উপজেলা প্রশাসন জানিয়েছে, কৃষকদের স্বার্থে জেলা প্রশাসকের মাধ্যমে দ্রুত পানি ছাড়ার অনুরোধ জানানো হবে। তবে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের এক কর্মকর্তা জানিয়েছেন, আসন্ন জাতীয় নির্বাচন পর্যন্ত পানি না কমানোর প্রস্তাব করা হয়েছে।

কৃষকরা সতর্ক করেছেন, আগামী ১৫ দিনের মধ্যে পানি না কমলে তারা বোরো ধানের চাষ করতে পারবেন না, যা স্থানীয় খাদ্য উৎপাদন ও জীবিকায় বড় প্রভাব ফেলবে।

25 Dec 25 1NOJOR.COM

কাপ্তাই হ্রদের পানি না কমায় লংগদুর ১৩ হাজার কৃষকের বোরো চাষে বিপর্যয়

নিউজ সোর্স

কাপ্তাই হ্রদের পানি না কমায় ১৩ হাজার কৃষক বিপাকে | আমার দেশ

আলমগীর হোসেন, লংগদু (রাঙামাটি)
প্রকাশ : ২৫ ডিসেম্বর ২০২৫, ০৯: ০৮
আলমগীর হোসেন, লংগদু (রাঙামাটি)
কাপ্তাই হ্রদের পানি না কমায় বিপাকে পড়েছেন নিম্ন আয়ের ১৩ হাজার কৃষক। কৃষিজমিগুলো পানিতে ডুবে থাকায় যথাসময়ে বোরো ধানের আবাদ করতে না পেরে হতাশ লংগদু উপজেলার