‘শাহবাগের ন্যারেটিভ ফিরিয়ে আনা মানে আ. লীগের কালচার একটিভ করা’
শাহবাগের ন্যারেটিভকে ফিরিয়ে আনা মানে আওয়ামী লীগের কালচার একটিভ করা বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব ডা. মাহমুদা মিতু।
এনসিপি নেত্রী ডা. মাহমুদা মিতু বলেন, শাহবাগের যে ন্যারেটিভকে বাংলাদেশের একটা শিশু বাচ্চাও ঘৃণা করে ,সেই ন্যারেটিভকে ফিরিয়ে আনা মানে আওয়ামী লীগের কালচার একটিভ করা। তিনি বলেন, চেতনার মন্দির ধানমন্ডি ৩২ কে ঘৃণার সঙ্গে গুড়িয়ে দেয়া হয়েছে। সেইভাবেই নতুন করে গড়ে ওঠা চেতনাব্যবসা গুড়িয়ে দেয়া হবে। কঠোর দমন চলমান রাখতে হবে। এই নেত্রী বলেন, ‘শাহবাগের আওয়ামীলীগের ন্যারেটিভ ঘৃণা করতে করতেই রাজনীতি বুঝেছি। হাসিনাকে ঘৃনা করতে শিখেছি। শাপলা চত্ত্বর থেকে শুরু করে সেইসময়কার নাস্তিকদের দেখে দেখে আরো প্রতিবাদী হয়ে উঠেছি। আমার মত জিন্স প্যান্ট পড়ে ঘুরে বেড়ানো মেয়েটা শুধুমাত্র বিবেকের তাড়নায়ই শাহবাগের বিরুদ্ধে দাঁড়িয়েছিল।' আরো বলেন, ২৪ যেমন আমার জন্য ট্রমার তেমনি রং মেখে শুয়ে থাকা বলা সেই ভয়েজ কিংবা বিশ্বজিৎকে মারার সেই দৃশ্যও আমার জন্য ট্রমার। মিতু বলেন, হাজারবার আমাকে রাজাকার বলা হয়েছে। কিন্তু ২৪ এ মানুষ শহীদ হওয়ার পর কোন ফর্মে এই শাহবাগীদের সেই পুরনো আওয়ামী ন্যারেটিভ প্রতিষ্ঠা করতে দেয়া হবে না। ৭১ আমরা সকলেই ধারন করি তাই বলে একাত্তর বেচে দমনপীড়নের দিন আর আসতে দেয়া যাবে না।
শাহবাগের ন্যারেটিভকে ফিরিয়ে আনা মানে আওয়ামী লীগের কালচার একটিভ করা বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব ডা. মাহমুদা মিতু।
একনজর এর পরীক্ষামূলক বেটা সংস্করণ চলছে। যেকোন ভুল-ত্রুটি ক্ষমা সুন্দর চোখে দেখার এবং আমাদের উন্নতির জন্য গঠনমূলক মতামত দেয়ার অনুরোধ জানাচ্ছি।