গাজার ৪০ শতাংশ নিয়ন্ত্রণ নেয়ার দাবি ইসরায়েলের
গাজা সিটির প্রায় ৪০ শতাংশ এলাকা নিয়ন্ত্রণে নেয়ার দাবি করছে ইসরায়েলি সেনারা। বৃহস্পতিবার সেনা মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল এফি ডেফরিন জানান, গাজার জেইতুন ও শেখ রাদওয়ান এলাকাগুলো নতুন করে দখলে এসেছে। হামাসকে ধ্বংস ও জিম্মিদের মুক্ত না করা পর্যন্ত এ অভিযান চলবে বলেও জানান তিনি। খবর রয়টার্স।