রাষ্ট্র কাঠামো সংস্কারের জন্য সময় দরকার: মির্জা ফখরুল
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘বর্তমান রাষ্ট্র কাঠামো ও অর্থনীতির গুণগত পরিবর্তন প্রয়োজন। তবে সেটি একদিনে সম্ভব নয়, এর জন্য সময় দরকার। সেজন্য গণতান্ত্রিক চর্চা বাদ দিয়ে বসে থাকা যাবে না। কোনো কিছু চাপিয়ে দেওয়া ঠিক হবে না। এজন্য কোনো রকম বিলম্ব না করে অতি দ্রুত গণতান্ত্রিক প্রক্রিয়ায় যেতে হবে।’