গাজায় খাদ্যসামগ্রী পাঠালেন জবির কয়েকজন শিক্ষার্থী
মধ্যপ্রাচ্যের যুদ্ধবিধ্বস্ত অঞ্চল গাজায় শনিবার খাদ্যসামগ্রী পাঠালেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) কয়েকজন শিক্ষার্থী।
গাজায় যুদ্ধকবলিত ২০০টি পরিবারের মাঝে খাদ্য সহায়তা পৌঁছে দিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীরা। 'প্রজেক্ট লাইফলাইন গাজা' উদ্যোগের আওতায় জবির হিউম্যান রাইটস সোসাইটির তত্ত্বাবধানে দক্ষিণ-পশ্চিম গাজায় অভ্যন্তরীণ বাস্তুচ্যুতদের মাঝে এসব ত্রাণ বিতরণ করা হয়। আট শিক্ষার্থীর নেতৃত্বে পরিচালিত এ প্রজেক্টে প্রায় ৩ লাখ টাকা সমপরিমাণ অর্থ সংগ্রহ করে সহায়তা পাঠানো হয়। শিক্ষার্থীরা জানান, মানবিকতা ও বৈশ্বিক দায়বদ্ধতা থেকেই এই উদ্যোগ নেওয়া হয়েছে এবং ভবিষ্যতে বড় পরিসরে কার্যক্রম চালানোর প্রত্যাশা ব্যক্ত করেন।
মধ্যপ্রাচ্যের যুদ্ধবিধ্বস্ত অঞ্চল গাজায় শনিবার খাদ্যসামগ্রী পাঠালেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) কয়েকজন শিক্ষার্থী।