Web Analytics

দীর্ঘ ২৮ বছর পর বিশ্বকাপের মঞ্চে ফিরছে স্কটল্যান্ড। ডেনমার্ককে ৪-২ গোলে হারিয়ে গ্রুপ ‘সি’ থেকে সরাসরি বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে ইউরোপের এই দলটি। ১৯৯৮ সালের পর এটাই তাদের প্রথম বিশ্বকাপ অংশগ্রহণ। ম্যাচে বল দখল ও আক্রমণে এগিয়ে থাকলেও ডেনমার্ককে হারাতে পারেনি কার্যকারিতায় পিছিয়ে থাকা দলটি। স্কট ম্যাকটমিনে বাইসাইকেল কিকে প্রথম গোল করেন, এরপর লরেন্স শাঙ্কল্যান্ড, কিয়েরান টিয়েরনি ও কেনি ম্যাকলিন গোল করেন স্কটল্যান্ডের হয়ে। ডেনমার্কের পক্ষে রাসমুস হয়লুন্দ ও প্যাট্রিক ডর্গু গোল করলেও জয় পায়নি তারা। ছয় ম্যাচে চার জয়, এক ড্র ও এক হারে ১৩ পয়েন্ট নিয়ে গ্রুপসেরা স্কটল্যান্ড সরাসরি বিশ্বকাপে, আর ১১ পয়েন্ট নিয়ে প্লে-অফে নামবে ডেনমার্ক। এই জয়ে উল্লাসে ভাসছে স্কটিশ সমর্থকরা।

19 Nov 25 1NOJOR.COM

২৮ বছর পর ডেনমার্ককে হারিয়ে বিশ্বকাপে ফিরল স্কটল্যান্ড

নিউজ সোর্স

২৮ বছর পর বিশ্বকাপের মঞ্চে স্কটল্যান্ড | আমার দেশ

স্পোর্টস ডেস্ক স্কটল্যান্ড সবশেষ বিশ্বকাপ খেলেছিল ১৯৯৮ সালে। তখন বর্তমান দলের অনেকের জন্মই হয়নি। আর সেই তরুণদের হাত ধরেই দীর্ঘ ২৮ পর ফের বিশ্বকাপের মঞ্চে পা রাখল ইউরোপের দলটি। ডেনামার্ককে ৪-২ গোলে হারিয়ে বিশ্বকাপের টিকিট কাটল স্কটিশরা।ম্যাচে কেবল জয়

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।