রাংকুট বনাশ্রম বৌদ্ধ বিহারে ধর্ম উপদেষ্টা
কক্সবাজারের রামুর ঐতিহাসিক রাংকুট বনাশ্রম বৌদ্ধ বিহার পরিদর্শন করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের ধর্মবিষয়ক উপদেষ্টা ড. আফম খালিদ হোসেন। সোমবার বিকাল ৩টার দিকে উপদেষ্টা রামু রাংকুট বনাশ্রম বিহারে যান।
সোমবার বিকাল ৩টার দিকে কক্সবাজারের রামুর ঐতিহাসিক রাংকুট বনাশ্রম বৌদ্ধ বিহার পরিদর্শন করেছেন ধর্মবিষয়ক উপদেষ্টা ড. আফম খালিদ হোসেন। তাকে ফুলেল অভ্যর্থনা জানান বিহারের অধ্যক্ষ শ্রী জ্যোতিসেন মহাথেরো'সহ স্থানীয় বৌদ্ধ নেতারা। ধর্ম উপদেষ্টা বলেন, ১৯৮৩-৮৪ সালের দিকে তিনি চবিতে মাস্টার্স অধ্যয়নকালীন এই রাংকুট বৌদ্ধ বনাশ্রম বিহারটি দর্শন করতে এসেছিলেন। ওই সময় বাংলাদেশ টাইমস পত্রিকায় এই রাংকুট বনাশ্রমের ইতিহাস নিয়ে ৩টি আর্টিক্যালও লিখেছিলেন। দীর্ঘ সময় পর আবার দর্শন করতে এসে অভিভূত হয়েছেন বলে জানান। ঐতিহাসিক এ প্রতিষ্ঠানের উন্নয়নে অনুদানের প্রতিশ্রুতি দেন। এই সময়ে তিনি পরিদর্শনবহিতে বিহারটির গুণকীর্তন লিখেন।
কক্সবাজারের রামুর ঐতিহাসিক রাংকুট বনাশ্রম বৌদ্ধ বিহার পরিদর্শন করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের ধর্মবিষয়ক উপদেষ্টা ড. আফম খালিদ হোসেন। সোমবার বিকাল ৩টার দিকে উপদেষ্টা রামু রাংকুট বনাশ্রম বিহারে যান।
একনজর এর পরীক্ষামূলক বেটা সংস্করণ চলছে। যেকোন ভুল-ত্রুটি ক্ষমা সুন্দর চোখে দেখার এবং আমাদের উন্নতির জন্য গঠনমূলক মতামত দেয়ার অনুরোধ জানাচ্ছি।