Web Analytics

ঢাবির আবাসিক হলে বাম ছাত্র সংগঠনগুলোর নাম উল্লেখ না করে সব দলের রাজনীতি নিষিদ্ধের দরখাস্ত দেওয়ার অভিযোগ উঠেছে উমামা ফাতেমার বিরুদ্ধে। শুক্রবার কবি সুফিয়া কামাল হলের প্রাধ্যক্ষ বরাবর লেখা এক দরখাস্তে তিনি লেখেন, ‘কবি সুফিয়া কামাল হলে আমরা গত বছরের ১৭ জুলাই সম্মিলিত আন্দোলনের মাধ্যমে প্রশাসন থেকে এই মর্মে প্রতিশ্রুতি নিতে সমর্থ হই যে, সুফিয়া কামাল হলে সব ধরনের বাজনীতি (ছাত্রলীগ, ছাত্রদল, শিবির, বাগছাস) নিষিদ্ধ থাকবে। গত এক বছরে শিক্ষার্থীদের সঙ্গে প্রশাসনের এই চুক্তি বলবৎ ছিল। কিন্তু এরই মধ্যে কতিপয় সংগঠন গুপ্তভাবে তাদের সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করেছে হলে। অতঃপর ছাত্রদল হলে সাত সদস্যবিশিষ্ট হল কমিটি ঘোষণা করেছে’। উমামার দরখাস্তে বামপন্থী সংগঠনের নাম না থাকায় বিতর্ক ওঠেছে, কেননা সম্প্রতি ছাত্র ইউনিয়নও হল কমিটি দিয়েছে। যদিও পরবর্তীতে উমামা ফাতেমাকে বামপন্থীসহ সব দলের জন্যই হলে রাজনীতি নিষিদ্ধ করার দাবি জানাতে দেখা গেছে।

09 Aug 25 1NOJOR.COM

ঢাবির আবাসিক হলে বাম ছাত্র সংগঠনগুলোর নাম উল্লেখ না করে সব দলের রাজনীতি নিষিদ্ধের দরখাস্ত দেওয়ার অভিযোগ উঠেছে উমামা ফাতেমার বিরুদ্ধে।

নিউজ সোর্স

হলে বাম ছাড়া সব দলের রাজনীতি নিষিদ্ধ চান উমামা ফাতেমা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আবাসিক হলে বাম ছাত্র সংগঠনগুলোর রাজনীতি ছাড়া অন্য সব দলের রাজনীতি নিষিদ্ধের দাবি জানানোর অভিযোগ উঠেছে বামপন্থি ছাত্রসংগঠন ছাত্র ফেডারেশনের সাবেক সদস্য সচিব ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক কেন্দ্রীয় সমন্বয়ক ও মুখপাত্র উমামা ফাতেমার বিরুদ্ধে।