Web Analytics

জাতীয় প্রেসক্লাবের সামনে বিভিন্ন দাবিতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করছে কয়েক হাজার আন্দোলনকারী। সুপারিশপ্রাপ্ত ৩য় ধাপের প্রাথমিক সহকারী শিক্ষক চূড়ান্ত নিয়োগের দাবিতে লাগাতার কর্মসূচি পালন করছে ৬৫৩১ জন নিয়োগ বঞ্চিত। তাদের অভিযোগ, ১ম ধাপ ও ২য় ধাপ থেকে নিয়োগ হলেও ৩য় ধাপ পরীক্ষার্থী হিসেবে বঞ্চিত তারা। অপরদিকে প্লাস্টিক ও রাবার জুতা উৎপাদন পর্যায়ে ভ্যাট অব্যাহতি চেয়ে আন্দোলন করছেন জুতা প্রস্তুতকারক সমিতি। অন্যদিকে অ্যাপ-ভিত্তিক রাইড সার্ভিসের সাথে যুক্ত চালকরা রকির মুক্তি, মিথ্যা মামলা প্রত্যাহার, শ্রমিক স্বীকৃতিসহ ৯ দফা দাবি আদায়ে আন্দোলন করছে।

Card image

নিউজ সোর্স

প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি, মানববন্ধন তিন সংগঠনের

রাজধানীর জাতীয় প্রেসক্লাবে সামনে বিভিন্ন দাবিতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করছে আন্দোলনকারীরা। রোববার সকাল থেকে চলমান এসব আন্দোলনে কয়েক হাজার খানেক মানুষ জড়ো হয়ে বিভিন্ন স্লোগান দেওয়ার পাশাপাশি তাদের দাবিগুলো তুলে ধরেছে।