মজুদ না বাড়লেও গ্যাস উন্নয়ন তহবিলের প্রায় ১৮ হাজার কোটি টাকা নিঃশেষের পথে : গ্যাস অনুসন্ধানের অর্থ আমদানিতে ব্যয় কাম্য ছিল না
প্রায় দেড় দশক আগে গঠন করা হয় গ্যাস উন্নয়ন তহবিল (জিডিএফ)। ভোক্তাদের দেয়া অর্থে এ তহবিল গড়ে উঠেছে। কেননা ভোক্তা পর্যায়ে যে দামে গ্যাস বেচা হয় সেই দামের নির্দিষ্ট পরিমাণ অর্থ গ্যাস উন্নয়ন তহবিলে জমা দেয়া হয়। এ তহবিল গঠনের মূল উদ্দেশ্য ছিল দেশের অভ্যন্তরীণ উৎস থেকে গ্যাসের মজুদ বৃদ্ধিতে নতুন কূপ অনুসন্ধান, পুরনো কূপ সংস্কার, সর্বোপরি গ্যাস খাতের সার্বিক উন্নয়নে অর্থায়ন করা। কিন্তু এসব উদ্দেশ্যের কিছুই পূরণ হয়নি। বিশেষ করে এ তহবিল ব্যয়ে গ্রাহকের মতামতকে উপেক্ষা করা হয়েছে। গ্যাসের মজুদ বাড়েনি, উল্টো তহবিলের টাকা এক প্রকার তলানিতে চলে এসেছে। বর্তমানে জিডিএফে জমা আছে প্রায় ১ হাজার ৩০০ কোটি টাকা। অথচ পেট্রোবাংলার হিসাবে দেখা গেছে, ২০০৯ সালে জিডিএফ প্রতিষ্ঠার পর ওই বছরের আগস্ট থেকে চলতি বছরের জুন পর্যন্ত মোট ১৭ হাজার ৭০৭ কোটি ৭৪ লাখ টাকা জমা হয় তহবিলে। বিগত ১৬ বছরে ১৬ হাজার কোটি টাকার বেশি ব্যয় হলেও এর প্রায় ৫১ শতাংশ ব্যয় হয়েছে রাষ্ট্রীয় কোষাগারে অর্থ প্রদান ও এলএনজি কিনতে। অন্যদিকে গ্যাস অনুসন্ধান, কূপ খনন ও সংস্কারে মোট ৪৫টি প্রকল্প বাস্তবায়ন করতে ব্যয় করা হয়েছে কেবল ৭ হাজার ৪০৩ কোটি টাকা।