২০০৯ সাল থেকে ভোক্তাদের কাছ থেকে সংগৃহীত ১৭ হাজার ৭০০ কোটির বেশি টাকা দিয়ে গ্যাস উন্নয়ন তহবিল গঠিত হলেও দেশের গ্যাস মজুদ বাড়েনি। বরং অর্ধেকের বেশি টাকা এলএনজি আমদানি ও রাষ্ট্রীয় কোষাগারে ব্যয় করা হয়েছে, যা তহবিলের নিয়ম লঙ্ঘন। অনুসন্ধানে ব্যয় হয়েছে মাত্র ৭ হাজার ৪০৩ কোটি টাকা। বর্তমানে তহবিলে আছে মাত্র ১ হাজার ৩০০ কোটি টাকা। ভবিষ্যৎ গ্যাস প্রকল্পগুলো অর্থসংকটে পড়ার আশঙ্কা রয়েছে। স্বচ্ছতা ও অর্থ ফেরতের দাবিতে বিশেষজ্ঞরা সতর্ক করছেন।
গ্যাসের মজুদ বাড়েনি, উন্নয়ন তহবিলের প্রায় ১৮ হাজার কোটি টাকা খরচ হয়েছে অন্য খাতে