Web Analytics

বেগম খালেদা জিয়ার সাবেক প্রেস সচিব মারুফ কামাল খান লিখেছেন, ‘বাংলাদেশের রাষ্ট্র ও রাজনীতির সব পক্ষকেই বলি, মহাবিপর্যয় ডেকে আনতে না চাইলে সংঘাতের পথ ছেড়ে সমঝোতার পথ ধরুন। ঐকমত্যের পথ ধরে এগুবার চেষ্টা করেন। নিজেদেরকে বর্তমান ইন্টেরিম সরকারের সরকারি দল বা বিরোধী দল হিসেবে তুলে ধরার চেষ্টা করবেন না।’ তিনি সতর্ক করেন, এই ইন্টেরিম সরকার ফেল করলে ঐকমত্যের ভিত্তিতে আরেকটা সরকার গঠন প্রায় অসম্ভব হয়ে যাবে এবং তখনই শুরু হবে এক ভয়াবহ নৈরাজ্য। আরো অনিশ্চিত হয়ে পড়বে জাতীয় নির্বাচন।’ তিনি লিখেছেন, ‘মোটাদাগে আমার খানিকটা পক্ষপাত রয়েছে বিএনপির প্রতি। একজন শুভানুধ্যায়ী হিসেবে উদারপন্থি ধারার পাশাপাশি বিএনপিতে এখন কট্টরপন্থি ধারাকে প্রবল হয়ে উঠতে দেখে আমি আতঙ্ক বোধ করি। সীমান্তের বাইরের কাউকে প্রভু নয়, সবাইকে বন্ধু করেই পথ চলতে হবে দেশপ্রেমিক, জাতীয়তাবাদী, গণতান্ত্রিক শক্তিকে।’

25 May 25 1NOJOR.COM

দ্বন্দ্ব-সংঘাত ছেড়ে ঐকমত্যের পথ ধরুন, আরেকটা সরকার গঠন প্রায় অসম্ভব, অনিশ্চিত হয়ে পড়বে জাতীয় নির্বাচন: মারুফ কামাল

নিউজ সোর্স

দ্বন্দ্ব-সংঘাত ছেড়ে ঐকমত্যের পথ ধরুন, আরেকটা সরকার গঠন প্রায় অসম্ভব

দেশের চলমান অস্থিরতা, রাজনৈতিক দলগুলোর মধ্যে মতানৈক্য দূর করে অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জৈষ্ঠ সাংবাদিক ও বিএনপি চেয়ারপারসনের সাবেক প্রেস সচিব মারুফ কামাল খান।